স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ : সার্টিফিকেট কারো কাছে ভোজা হওয়া যাবে না। সার্টিফিকেট ভর করে ছেলেমেয়েরা এগিয়ে যাবে। কারণ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন পূরণ হবে ক্লাশ রুম থেকেই। আজকের পড়ুয়ারাই রাজ্য আগামী দিনে কোন দিকে যাবে তা স্থির করবে। এর জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া।
বৃহস্পতিবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের উদ্যোগে এবং এন সি ই আর টি -র সহায়তায় আয়োজিত ৪৮ তম রাজ্য ভিত্তিক বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করে এই কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। শুক্রবার পর্যন্ত চলবে রাজ্য ভিত্তিক বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী। রাজ্যের বিভিন্ন স্কুল থেকে ছাত্র ছাত্রীরা তাদের বিজ্ঞান মডেল নিয়ে এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। উদ্বোধন শেষে মডেল গুলি ঘুরে দেখেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দ্রেনী চান্দন, এন সি ই আর টি-র অধিকর্তা সহ অন্যান্যরা। যে শিক্ষায় জাতির সমস্যার সমাধান হয় সেই শিক্ষায় শিক্ষিত হওয়ায় আহ্বান জানান মন্ত্রী। আত্ম নির্ভর ত্রিপুরা, আত্ম নির্ভর ভারত গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আহ্বান জানান মন্ত্রী রতন লাল নাথ। এদিন একটি ম্যাগাজিনের আবরণ উন্মোচন করা হয়।