Saturday, July 27, 2024
বাড়িরাজ্যচিকিৎসা পরিষেবা না পেয়ে এক ঘন্টা ধরে ছটফট করল দুর্ঘটনাগ্রস্ত রোগী

চিকিৎসা পরিষেবা না পেয়ে এক ঘন্টা ধরে ছটফট করল দুর্ঘটনাগ্রস্ত রোগী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল : দীর্ঘ এক ঘণ্টা ধরে হাসপাতালের শয্যায় পড়ে ছটফট করল এক রোগী। কিন্তু আহত দুর্ঘটনা গ্রস্ত রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে মিলছে না চিকিৎসকের দেখা। অভিযোগ উঠেছে চিকিৎসক মগ্ন তার ব্যক্তিগত কাজে। এমনটাই অভিযোগ বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে।

 হাসপাতালে চিকিৎসক মহিলা চিৎকার শুনেও সামনে এগিয়ে আসে নি। আহত মহিলার কাছ থেকে জানা যায়, বাইকে ধাক্কায় তিনি আহত হয়েছেন। তারপর দমকল কর্মীরা তাকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। কিন্তু এক ঘণ্টা ধরে পড়ে থাকতে হলো হাসপাতালের শয্যায়। চিকিৎসকরা তার পরিষেবা দিতে এগিয়ে আসছে না বলে অভিযোগ। আহত মহিলার নাম বীনা রাণী দাস। বাড়ি নেতাজি নগর এলাকায়। এই দৃশ্য দেখে অন্যান্য রোগী পরিবার-পরিজনদের মধ্যে ছিঃ ছিঃ রব উঠেছে। কতটা কর্তব্যের গাফিলতি হলে এ ধরনের দৃশ্য হাসপাতালে দেখা যায় কতিপয় চিকিৎসকদের কারণে। অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে হাসপাতালে কি জরুরী পরিষেবা নেই? নাকি চিকিৎসকরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না ? এই ধরনের নগ্ন পরিষেবা আরো বহু হাসপাতাল বিগত দিনে লক্ষ্য করা গেছে। কিন্তু উপযুক্ত ব্যবস্থা তৎকালীন হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের বিরুদ্ধে না নেওয়ার উদাসীনতা চরম আকার ধারণ করেছে বলে মনে করছে অন্যান্য রোগীর পরিজন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য