Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমানব পাচার চক্রে জড়িত মহিলা আটক

মানব পাচার চক্রে জড়িত মহিলা আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : মানব পাচারে করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা। পুরুষদের পাশাপাশি মহিলারাও এর সাথে যুক্ত হয়ে পড়েছে। আইনের হাত থেকে বাঁচার জন্য মহিলাদের কাজে লাগিয়ে এই পাচার চক্র ত্রিপুরা রাজ্যে ঝাঁকিয়ে বসেছে। অবশেষে গোপন সূত্রের খবরে মানব পাচারের সাথে যুক্ত এক মহিলাকে গ্রেপ্তার করতে সক্ষম হল আগরতলা জি.আর.পি থানার পুলিশ।

জানা যায় সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশীকে আটক করে ছিলে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জিআরপি থানার পুলিশ মতিনগর এলাকার বাসিন্দা পারুল আক্তারের নাম জানতে পারে। এই পারুল আক্তার অবৈধ ভাবে বাংলাদেশী নাগরিকদের রাজ্যে নিয়ে এসে ভারতের বিভিন্ন জায়গায় পাচার করে। আগরতলা জিআরপি থানার পুলিশ আমতলী থানা ও বিএসএফ-এর সহযোগিতা নিয়ে অবশেষে অভিযুক্ত পারুল আক্তারকে গ্রেপ্তার করে। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ২৩ মার্চ আগরতলা জিআরপি থানার পুলিশ ৬ জন বাংলাদেশিকে আটক করে। তাদেরকে রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানোর পর পারুল আক্তারের নাম উঠে আসে। কিন্তু পারুল আক্তার পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নিজ বাড়ি থেকে পারুল আক্তারকে গ্রেপ্তার করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য