স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : রবিবার সকালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এম বি বি বিমান বন্দরের টার্মিনাল ভবনের। টার্মিনাল ভবনের একটা অংশের টিন সহ অন্যান্য সামগ্রী ঝড়ে উড়ে গেছে। মাটিতে খুলে পড়ে দুটি এসি বক্স। ঝড় শেষ হওয়ার পর বিষয়টি নজরে আসে বিমানবন্দর কর্তৃপক্ষের।
তারপর এ বিষয়ে অবগত করেন উদ্বোধন কর্তৃপক্ষকে। যতদূর জানা যায় ঘূর্ণিঝড়ে এ ধরনের ঘটনা নজির বিহীন। কারণ টার্মিনাল ভবনগুলি অত্যন্ত মজবুত নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়। কিন্তু মাত্র বছরখানেক মধ্যে নবনির্মিত টার্মিনাল ভবনে মধ্যে এই ধরনের আঘাত কিভাবে নেমে আসলো তা নিয়ে বিমানবন্দর চত্বরে যাত্রীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কেউ কেউ মনে করছে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে বলে এমনটা হয়েছে।