স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : শ্বশুরবাড়িতে আটক জামাই চোর। ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত চামপ্লাই এলাকায়। এই এলাকার বাসিন্দা রনধীর রায়ের মেয়ে মন্টি রায়ের স্বামী সুখরঞ্জন রায় শশুর বাড়িতে শশুরের অবর্তমানে, অন্য আরেক জন’কে সাথে নিয়ে ঘরের তালা ভাঙ্গে বলে অভিযোগ। এরপর ঘরের আলমিরা, সোকেস ভাংচুর করে জিনিস পত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালালে, এলাকাবাসীদের নজরে আসে।
এলাকা বাসীরা সঙ্গে সঙ্গেই আটক করে জামাই সুখরঞ্জন রায় সহ তার সঙ্গী’কে। জানা যায় সুখরঞ্জন রায় তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা। জানা গেছে, কোন এক পারিবারিক ঝামেলার কারণে শাশুড়িও এই বাড়িতে থাকেনা। শশুর ও প্রায়ই বাড়ি খালি রেখে বেরিয়ে যায় বাড়ি থেকে। অন্যদিকে শশুরের সরল মনের মানসিকতার সুযোগ নিয়ে এর আগেও জামাই সুখরঞ্জন রায় চুরি করে গরু সহ মূল্যবান জিনিস বলেও অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে ও শশুর যখন বাড়িতে ছিল না সেই সুযোগে চুরি করতে আসে জামাই সুখরঞ্জন রায় । এলাকবাসী আগে থেকেই তার উপর নজর রাখছিল। কিন্তু হাতানাতে পাকড়াও করতে সক্ষম হয়নি। এদিন আর এলাকাবাসীর নজর এড়াতে পারেনি জামাইবাবু। স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার রাতে চুরি করতে আসা জমাই সুখরঞ্জন রায় এবং তার সঙ্গী শুভঙ্কর ভৌমিককে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের থানায় এনে ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা করছে বলে জানা যায়।