Sunday, February 16, 2025
বাড়িরাজ্যইন্ডিয়া জোটের প্রার্থীকে জয়ী করার আহ্বান ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির

ইন্ডিয়া জোটের প্রার্থীকে জয়ী করার আহ্বান ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মার্চ : পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা দুইটি লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীকে জয়ী করার জন্য আহ্বান জানান ফরোয়ার্ড ব্লক ত্রিপুরা রাজ্য কমিটি। শুক্রবার ফরোয়ার্ড ব্লকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দলের নেতৃত্বরা এই আহ্বান জানান।

 সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্ব রঘুনাথ সরকার, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের নির্বাচনের বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার।

 সাংবাদিক সম্মেলনে দলের নেতৃত্বরা জানান নির্বাচনের আগেই বিজেপি দলের নেতৃত্বরা রাজ্যের দুইটি লোকসভা আসনে দুই দফায় নির্বাচনের কথা বলেছিলেন। সেই কথা রেখেছে নির্বাচন কমিশন। দুই দফায় নির্বাচন করা হলে সন্ত্রাস করা যাবে। কিন্তু এইবার রাজ্যের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলে আশা ব্যক্ত করেন দলের নেতৃত্বরা। পাশাপাশি তারা রাজ্যবাসির প্রতি আহ্বান জানান পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা, পূর্ব আসনে রাজেন্দ্র রিয়াং ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রতন দাসকে ভোট দিয়ে জয়ী করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য