স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় গুরুতর আহত সাতজন। মৃত্যু মহিলার গর্ভে থাকা শিশুর। ঘটনাটি ঘটেছে রাজধানীর ড্রপ গেট এলাকায়। দুর্ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাত বারটার নাগাদ মেলাঘর হাসপাতাল থেকে লিপিকার সূত্রধর নামে গর্ভবতী মহিলাকে ডেলিভারির জন্য রেফার করা হয়েছিল জিবি হাসপাতালে। সঙ্গে অ্যাম্বুলেন্সে ছিল মেলাঘর হাসপাতালের আরো এক রোগী। কিন্তু অ্যাম্বুলেন্স চালক অতিরিক্ত মদ্য পান করায় ড্রপ গেট এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন।
খবর পেয়ে এ.ডি নগর থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর লিপিকার অবস্থা আশঙ্কা জনক দেখে তাকে সাথে সাথে ডেলিভারি করা হয়। কিন্তু ডেলিভারি করে চিকিৎসক জানান, শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনদের দাবি দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। অভিযুক্ত এম্বুলেন্স চালককে পুলিশ আটক করেছে বলে জানান লিপিকার স্বামী তেজেন্দ্র দাস। তাদের বাড়ি মেলার ঘর প্রেমতলি এলাকায়। আহত সকলের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। তাদের দাবি অ্যাম্বুলেন্স চালক যদি মদমত্ত অবস্থায় না থাকতো তাহলে এই ঘটনা সংগঠিত হতো না। তবে প্রশ্নের উঠতে শুরু করেছে মেলাঘর হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে। কিভাবে একজন অ্যাম্বুলেন্স চালক মদমত্ত অবস্থায় দায়িত্ব পালন করেন? এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। কারণ পুলিশের তদন্তেই বের হয়ে আসবে অ্যাম্বুলেন্স চালক মতামত অবস্থায় ছিলেন কিনা।