স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : লোকসভা নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছে প্রশাসন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ভোট কর্মীদের মকফল। রাজধানীর শিশু বিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এইদিন সদর মহকুমার ভোট কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই মকফল।
উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। তিনি জানান এইদিন সদর মহকুমার অন্তর্গত ৮ টি বিধানসভা এলাকার ভোট কর্মীদের নিয়ে মকফল অনুষ্ঠিত হচ্ছে। এইদিন আনুমানিক ৪ হাজার ভোট কর্মিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।