স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মার্চ : সোমবার রাজ্য রাজধানীর অরুন্ধতীনগর স্থিত কৃষি গবেষণা কেন্দ্রে পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন পরিদর্শনের আগে তিনি বৈঠক করেন আধিকারিকদের সাথে। সেখান থেকে গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন রাজ্যপাল।
পরিদর্শনে গিয়ে রাজ্যপাল বহু অনিয়ম প্রত্যক্ষ করেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো আধিকারিকেরা রাজ্যপালের বহু প্রশ্নের উত্তর দিতে পারেন নি। রাজ্যপাল জানান দীর্ঘ ৭০ বছর ধরে এই গবেষণার কেন্দ্র পরিষেবা দিয়ে আসছে। এই গবেষণা কেন্দ্রে যাতে আগামী দিন নতুন বীজ এনে গবেষণা করা হয় তার জন্য আহ্বান করা হয়েছে আধিকারিকদের। পাশাপাশি তিনি আরো বলেন কোন দেশ বা রাজ্য এগিয়ে যেতে হলে প্রথমে গুরুত্ব দিতে হবে কৃষিকে।