স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ : বিপুল পরিমাণ অবৈধ চেরাই কাঠ আটক করল পুলিশ। শুক্রবার গভীর রাতে পুলিশের টহলদারির সময় তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়ার কলইপাড়া এলাকায় TR 04 D 1673 নম্বরের একটি সন্দেহভাজন মালবাহী গাড়ি গাড়ি আটক করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক।
জিজ্ঞাসাবাদ শুরু করলে জানা যায় যে গাড়িতে অবৈধ কাঠ রয়েছে। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জন ব্যক্তিকে এবং একজন পাচারকারীকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। পরবর্তীতে অবৈধ কাঠ সহ গাড়িটিকে এবং ধৃতদের তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এ বিষয়ে বলতে গিয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক জানান, আটককৃত অবৈধ কাঠগুলির বাজার মূল্য এক লক্ষাধিক টাকারও বেশি হবে।