স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : বেকারত্বের সমস্যা নিয়ে সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল এন এস ইউ আই -র রাজ্য কমিটি এবং প্রদেশ যুব কংগ্রেস। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা দাবি করেন রাজ্যে একটা জুমলাবাজ সরকার চলছে।
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে তারা প্রলোভন দেখাচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে। স্কুলগুলিতে শিক্ষক সংকট, সাউন্ড বক্স বাজিয়ে ক্লাস চলছে। এ ধরনের অবস্থা থাকার পরেও রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ২৪ হাজার শিক্ষকের শূন্য পদ পূরণ করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করছে না সরকার। এডিসি এলাকায় প্রায় ৮৮৮ টি স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই। কিন্তু সরকার শিক্ষক-শিক্ষিকা নিয়োগে কোন ভূমিকা গ্রহণ করছে না। রাজ্যে বর্তমানে বেকারত্বের হার ১৪.৭ শতাংশ। এর তীব্র বিরোধিতা করে যুব কংগ্রেস। আরো বলেন কর্মসংস্থানের পরিবর্তে সরকার যুবকদের হাতে ড্রাগস তুলে দিচ্ছে। এর বিরুদ্ধে আগামী দিন আন্দোলন করে তোলা হবে বলে জানান নেতৃত্ব।