স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপির চা শ্রমিক সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।
এইদিনের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন কিছুদিন পরেই লোকসভা নির্বাচন। নরেন্দ্র মোদীকে সকলে আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সমাজের সকল অংশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য রাজ্যের দুইটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রদেশ বিজেপি সভাপতি।