Sunday, September 8, 2024
বাড়িরাজ্যপুস্তক ব্যবসায়ীদের সমস্যা নিরসনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

পুস্তক ব্যবসায়ীদের সমস্যা নিরসনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ :  রবিবার দি অল ত্রিপুরা বুক সেলস্ অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মুক্তধারা অডিটরিয়ামে হয় এই বিশেষ সাধারণ সভা। প্রদীপ প্রজ্বলন করে এই বিশেষ সাধারণ সভার উদ্বোধন করেন সংগঠনের সম্পাদক উত্তম চক্রবর্তী সহ অন্যান্যরা।

তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে রাজ্যের পুস্তক ব্যবসায়ীদের দৈন্য দশা চলছে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর বইগুলি বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা নগদ টাকার বিনিময়ে বিক্রি করা হতো। এতে পুস্তক ব্যবসায়ীরা মুখ থুবড়ে পড়েছিল, একইভাবে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের এতগুলি বই একসাথে সংগ্রহ করা কষ্টকর হয়ে পড়েছিল। তারপর বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শিক্ষা দপ্তরের দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে পুস্তক ব্যবসায়ীদের আলোচনার সুযোগ দেন। পুস্তক ব্যবসায়ীদের দাবি অনুযায়ী সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরবর্তী সময় নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বইগুলি যাতে সারা রাজ্যে বাজারজাত করা যায় তার জন্য দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে সুযোগ দিয়েছেন। এর জন্য মুখ্যমন্ত্রী এবং এস.সি.ই.আর.টি অধিকর্তাকে ধন্যবাদ জানান দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। আগামী দিনে রাজ্য সরকারের বই বিক্রি যে গুরুদায়িত্ব দিয়েছে তা পালন করতে পারে সেদিকে গুরুত্ব দেবে বলে জানান তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য