Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যলোক আদালতে নিষ্পত্তি হল বহু মামলা

লোক আদালতে নিষ্পত্তি হল বহু মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ : শনিবার উচ্চ আদালত সহ রাজ্যের বিভিন্ন আদালত চত্বরে বসে জাতীয় লোক আদালত। মোট ৪৩ টি বেঞ্চে ১৮,২৫৩ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় এইদিন। তার মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫,১৮৫ টি এবং আদালতে বিচারাধীন ১৩,০৬৮ টি মামলা রয়েছে।

জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত ৩৭৭ টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,৪২৪ টি, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৭৬১ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ১২,১৮৮ টি মামলা, বৈবাহিক বিরোধের ২৭০ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ১৫৪ টি মামলা, চাকুরি সংক্রান্ত ৫টি, বিদ্যুৎ বিল সংক্রান্ত ১টি এবং দেওয়ানি সংক্রান্ত ৭৩ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। উচ্চ আদালতে এইদিন একটি বেঞ্চ বসে। এই বেঞ্চে ৪৯ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। আগরতলা আদালত চত্বরে লোক আদালতের সবচেয়ে বেশি ৮টি বেঞ্চ বসে। লোক আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইদিনের লোক আদালতের বিষয়ে বিস্তারিত জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য