Saturday, July 27, 2024
বাড়িরাজ্যকংগ্রেস ও সি পি আই এম -এ পতাকা ধরার লোক থাকবে না...

কংগ্রেস ও সি পি আই এম -এ পতাকা ধরার লোক থাকবে না : অমিত রক্ষিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : উন্নয়নের নিরিখে বিজেপি -র সাথে পাল্লা দেওয়ার কোন রাজনৈতিক দল দেশে এবং রাজ্যে নেই। ধারাবাহিক যোগদানে বর্তমানে কংগ্রেস এবং সিপিআইএম খালি হয়ে গেছে। আগামী দিনে বিরোধী দলগুলিতে কেউ পতাকা ধরার লোক থাকবে না। ইতিমধ্যে সেই পর্যায়ে পৌঁছে গেছে রাজ্য। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান সভায় এ কথা বলেন প্রদেশ বিজেপি -র সাধারণ সম্পাদক অমিত রক্ষিত।

এদিন ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন এস সি কংগ্রেসের সহ-সভাপতি রসিক লাল বিশ্বাস সহ ১২ জন ভোটার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান অমিত রক্ষিত। ইতিমধ্যে বিজেপি রাজনৈতিক দলগুলো থেকে বহু কর্মী সমর্থক পদ্ম শিবিরে যোগদান করেছেন। এখন আর বিরোধী দল গুলির মধ্যে লোক নেই। রাজ্যে এবং দেশে ভারতীয় জনতা পার্টির উন্নয়ন দেখে এই ভাঙ্গন ধরেছে বলে অভিমত ব্যক্ত করেন অমিত রক্ষিত। যোগদান সভায় যোগদান কারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী দিনে এ ধরনের যোগদান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য