Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যবিশ্বাসঘাতকতা করেছে মথা : নরেশ জমাতিয়া

বিশ্বাসঘাতকতা করেছে মথা : নরেশ জমাতিয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : ভারতীয় জনতা পার্টির সাথে একাকার হয়ে তিপরা মথা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণ বিজেপি বিরোধী হলেও, নেতারা আগে থেকে বিজেপি মুখী ছিলেন। এটা আগে থেকেই বলেছিল রাজ্যের ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি।

এটা জনগণ প্রত্যক্ষ করেছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের সভাপতি নরেশ জমাতিয়া। তিনি বলেন, সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং তিপরা মথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে তার মধ্যে গ্রেটার তিপরাল্যান্ড এর কোন উল্লেখ নেই। ভূমি অধিকার সহ যেসব অধিকারের কথা চুক্তি পত্রে উল্লেখ করা হয়েছে সেগুলি আগে থেকেই এডিসি -র কাছে রয়েছে।

 মানুষকে বিভ্রান্ত করে আমরণ অনশন থেকে মথা এগুলি করেছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে এডিসি নেই। তাই এবার জনজাতিদের অস্তিত্ব বিলুপ্ত করতে এবং হজম করতে বিজেপি ও মথা একাকার হয়েছে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে নরেশ জমাতিয়া বলেন , এডিসি -তে ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে না। এভাবে বিজেপি গ্রামের প্রধান, মেম্বারের অধিকার পর্যন্ত হরণ করে চলেছে। তিনি সরকারের বিরুদ্ধে আরো অভিযোগ তুলে বলেন পূবর্তন সরকার যে সমস্ত অধিকার এদের প্রতিষ্ঠিত করেছিল সেই অধিকার গুলি আজ আর নেই। পাশাপাশি গুরুতর অভিযোগ তুলে বলেন, তিপরা মথা এ ডি সি এলাকায় দুর্নীতি এবং অপচয় করে চলেছে। কর্মচারীদের বেতন দিতে পারছে না, জোনাল ও সাব জোনালের চেয়ারম্যান করে সারা রাজ্যের মতো এ ডি সি -তে টাকার অপচয় করছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রাধাচরণ দেববর্মা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য