Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যনারী সমিতির বিক্ষোভ মিছিল

নারী সমিতির বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বিজেপির নেতৃত্বাধীন সরকারকে কাঠ গড়ায় দাঁড় করালেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী ঝর্ণা দাস বৈদ্য। বুধবার আগরতলা শহরে একটি মিছিল সংগঠিত করে সরকারের তীব্র সমালোচনা করেন নারী নেত্রীরা।

উপস্থিত ঝর্ণা দাস বৈদ্য বলেন, নারী দিবসে দেশের নারীদের প্রতি আহবান আসন্ন লোকসভা নির্বাচনে দেশের সাম্প্রদায়িক শক্তিকে চূড়ান্তভাবে পরাস্ত করো, গণতান্ত্রিক অধিকার রক্ষা করো। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবং সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমাদাস জানান, আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি হিংসার রাজনীতি বন্ধ করা, গণতান্ত্রিক ব্যবস্থাপনা জোরদার করা। পাশাপাশি এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হচ্ছে। কারণ বহু অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেআইনিভাবে ছাটাই হচ্ছে। পুনরায় কাজে নিযুক্ত হতে পারছে না। এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য