স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : এক কোটি ৪২ লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার। আটক করা হয় শংকর দেবনাথ নামে এক ব্যক্তি। ঘটনা মঙ্গলবার রাতে যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বড়খলা গ্রামে।
জানা যায়, শংকর দেবনাথের বসত ঘরে ১৩ টি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা মজুদ ছিল। অভিযুক্ত বাড়ির মালিক শংকর দেবনাথ আটক করেছে পুলিশ। যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ আরো জানান, শুকনো গাঁজা গুলি ওজন দিয়ে দেখা যায় ৩১৩ কেজি হয়। আটকৃত গাঁজার কালো বাজারি মূল্য এক কোটি ৪২ লক্ষ টাকা হবে।পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।