স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে। কিন্তু এই রাজ্যের মানুষ সব সময় ব্যতিক্রমী কিছু করে। ২০১৫ সালে যখন রাজ্যে এসেছিলাম তখন আমারও কোন পরিচয় ছিল না, আজ এ রাজ্যের মানুষের জন্য আমাকে দুনিয়া চেনে। তাই ত্রিপুরার মানুষকে মৃত্যু পর্যন্ত ভুলব না। এই কথা বললেন লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রদেশ বিজেপি কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, কমিউনিস্ট ও কংগ্রেস সহ বিভিন্ন দল রাজনীতিতে বিরোধী দল হিসেবে থাকতেই পারে। কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে ২০১৮ সালে মানুষ ভোট প্রদান করেছিল বলেই বিজেপি সরকারের প্রতিষ্ঠিত হয়েছে।
এবং পরিসংখ্যানে বলে কমিউনিস্টদের বড় অংশ নেতৃত্ব ও কর্মী সমর্থক অনেকেই সেদিন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে প্রতিষ্ঠিত করেছিল। তারপর তিন থেকে সাড়ে তিন বছর যতদিনই মুখ্যমন্ত্রী ছিলাম ততদিনে চেয়েছেন মানুষ যাতে তাকে চেনে। এর জন্য ভুল ত্রুটি থাকতেই পারে। কিন্তু কিছু কাজ বাকি ছিল। সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ দিয়েছেন। সেই কাজগুলি করার চেষ্টা করবেন। আরো বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে শূন্য নিয়ে এসেছিলাম। তখন সাংবাদিকরা ছিল শক্তি। তারা সাথে ছিল এবং সমর্থন করেছিলেন কিছু কমিউনিস্ট নেতৃত্ব ও কর্ম সমর্থক। যার জন্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার পুরো টিমের কাজের প্রশংসা করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন গোটা দেশ এবং বিশ্ব বলছে আগামী দিনে তৃতীয়বারের মতো মোদীর নেতৃত্বাধীন সরকার গঠিত হবে। নরেন্দ্র মোদির হাতকে শক্ত করার জন্য রাজ্যবাসীকে পদ্মফুলে ভোট দেওয়ার আহবান জানান। সর্বশেষ তিনি বলেন ষড়যন্ত্র করে তিনি কোন কাজ করেন না। তাই রাজ্যবাসীর প্রতি আহবান রাখেন “বিপ্লবকে ভালো লাগলে ভোট দিন। আগামী দিনে নরেন্দ্র মোদির হাতকে আরো শক্ত করুন।” আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক রক্ষিত সহ অন্যান্য নেতৃত্বে। এদিন দুপুরে তিনি রাজ্যে ফিরেন। তাঁকে রাজ্যে স্বাগত জানাতে দলীয় কর্মীদের ব্যাপক উচ্ছ্বাস ছিল আগরতলা এম.বি.বি বিমান বন্দরে। পরে একটি বাইক মিছিল করে বিমানবন্দর থেকে বিপ্লব কুমার দেবকে নিয়ে আসে কর্মী সমর্থকরা। সাথে চলে স্লোগান।