Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যরিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হলো মঙ্গলবার

রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হলো মঙ্গলবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় মঙ্গলবার মহারাজা বীর বিক্রম কলেজে রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয়। এদিন চারটি সংস্থার পক্ষ থেকে যুবক যুবতীদের ইন্টারভিউ নেওয়া হয়। শূন্যপদের সংখ্যা ১৩৬ টি। এবং এর শূন্য পদগুলি শুধু রাজ্যে ছেলে মেয়েদের জন্য।

 এদিন সারা রাজ্য থেকে কয়েক শতাধিক ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। তবে এদিন সেদিন বেকার যুবক যুবতীদের ভিড় ছিল লক্ষণীয়। অতিমাত্রায় বেকারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে শূন্য পদের তুলনায় যুবক যুবতীদের ভিড় ছিল অনেক বেশি। এর মধ্যে অধিকাংশই ছিল বয়স উত্তীর্ণ বেকার। হতাশার ছাপ ছিল তাদের চেহারায়। চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়ানো যুবকরা এই দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দিনভর ইন্টারভিউ দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য