স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মার্চ : “জগাই মাধাই -এর তালিবালি, ত্রিপুরা কংগ্রেসের ডাব্বা খালি” এই স্লোগান হলে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে সদ্য কংগ্রেস ছেড়ে আসা নেতাকর্মীরা মিছিল করে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে গেলেন যোগদান করার জন্য। এদিন ব্যানারের মধ্যে জগাই মাধাই বলে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাকে কটাক্ষ করেছেন তারা।
মিছিলে উপস্থিত প্রদেশ মাইনরিটি কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান জয়দুল হোসেন। তিনি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন প্রায় তিন শতাধিক পরিবার নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে যাচ্ছে। গত বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসের নোংরামি দেখে তাদের মধ্যে ঘৃণা না এসে গেছে। সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব রাজ্যের সরকারি হোটেলে খালি ব্যাগ নিয়ে এসে ভর্তি ব্যাগ করে গেছে। এবং এর সবে মূলে রয়েছে জগাই মাধাই। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে এই জগাই মাধাইন নেতৃত্বে দলের হয়ে কাজ করবে না। তাদের পাতিল কালো হয় না। এগুলি তারা দেখে অভ্যস্ত। তাই তারা কংগ্রেস থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছে বলে জানান।