Saturday, January 18, 2025
বাড়িরাজ্যস্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে সরকার : মুখ্যমন্ত্রী

স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে সরকার : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। কেউ যাতে অর্থের অভাবে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে। মঙ্গলবার উদয়পুর সফরে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জানা যায়, ২০১৮ সালের পর রাজ্যে বিজেপি ও আই পি এফ টি জোট সরকার ক্ষমতায় আসার পর এই দাবি নিয়ে সরকারের দূষ্টি আকর্ষন করা হয়েছে।

 অবশেষে সরকার টেপানিয়া গোমতী জেলা হাসপাতালের পাশেই দ্বিতল বিশিষ্ট মা- শিশুদের জন্য আলাদা কক্ষ তৈরী করার উদ্যোগ নেয়। যা মঙ্গলবার রাজ্যোর মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়। মূখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রনজিৎ দাশ, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই জেলা হাসপাতালে এম সি এইচ উইং চালু করতে রাজ্য সরকারের খরচ হয়েছে নয় কোটি টাকা। পঞ্চাশ শয্যা বিশিষ্ট ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের সুন্দর রাখার জন্য সবার কাছে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।

তিনি হাসপাতালকে মন্দির হিসেবে দেখার জন্য আহ্বান রাখেন হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সকলের প্রতি।  অপরদিকে মুখ্যমন্ত্রী উদয়পুর মহকুমায় রাজারবাগ আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন। সাথে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুরপরিষদের চেয়ারম্যান ও কমলপুর পৌরপরিষদের চেয়ারম্যান সহ গোমতী জেলার জেলা শাসক, পুলিশ সুপার সহ‌ স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। মূখ্যমন্ত্রী বলেন বর্তমান রাজ্য সরকার রাজ্যের সব অংশের মানুষকে সুস্থ রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আরোগ্য যোজনার মতো রাজ্যেও মূখ্যমন্ত্রীর আরোগ্য যোজনা চালু হয়েছে। প্রতিবছর পাঁচ লক্ষ টাকা করে মানুষ স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য সরকার এটা চালু করেছে। এদিকে উদয়পুরে জগন্নাথ দীঘির আধুনিকীকরণ করা হয়েছে। ষোল কোটিরও বেশি টাকা ব্যয় করে এই দীঘিকে সংস্কার করে সুন্দর্যায়ন করা হয়েছে। এদিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য