স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী শহীদ চন্দ্রশেখর আজাদের ৯৪ তম আত্মবলিদান দিবস। এই উপলক্ষে আগরতলার বটতলা এলাকায় এ আই এম এস এস, এ আই ডি ওয়াই ও, এ আই ডি এস ও -র যৌথ উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পন করেন শ্রদ্ধা জানানো হয়।
উপস্থিত ছিলেন এ আই এম এস এস -এর রাজ্য সভানেত্রী শিবানী দাস, এ আই ডি ওয়াই ও-র রাজ্য সভাপতি ভবতোষ দে, এ আই ডি এস ও-র রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার সহ সংগঠনের সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভবতোষ দে ও মৃদুল কান্তি সরকার। বক্তারা শহীদ চন্দ্রশেখর আজাদের বিপ্লবী কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরে আজকের দিনে চন্দ্রশেখর আজাদ সহ স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবীদের জীবনচর্চার গুরুত্ব ব্যাখ্যা করেন।
পাশাপাশি বিপ্লবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে বেকার সমস্যা, শিক্ষার বেসরকারীকরণের নীল নকশা জাতীয় শিক্ষা নীতি-২০২০ ও ক্রমবর্ধমান নারী নির্যাতন, খুন, ধর্ষণের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পথচারীদের মধ্যে শহীদ চন্দ্রশেখর আজাদের ছবি সম্বলিত ব্যাজ বিতরণ করা হয়।