Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যরেল পুলিশের হাতে বাংলাদেশি আটক

রেল পুলিশের হাতে বাংলাদেশি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আগরতলা রেল স্টেশন থেকে ১০ জন বাংলাদেশিকে আটক করল রেল পুলিশ। আগরতলা জিআরপি স্টেশনের অফিসার ইনচার্জ তাপস দাস জানান মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে সন্দেহজনক ১২ জন বাংলাদেশিকে আটক করা হয়।

তাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। তাদেরকে আটক করার পর জানা যায় দুই জন ভারতীয় নাগরিক। তারা হল সরোজ শাহ্‌ ও রবিউল শেখ। তাদের মধ্যে একজনের বাড়ি পশ্চিমবঙ্গে, অপরজনের বাড়ি গুজরাটে। বাকি ১০ জন বাংলাদেশি নাগরিক। আটক মোট ১২ জনের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা ও দুইজন শিশু রয়েছে। আটক বাংলাদেশি নাগরিকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এইদিন দুপুরের ট্রেনে তারা কাজের সন্ধানে গুজরাটের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। তারা বাংলাদেশি এক দালালের হাত ধরে অবৈধ ভাবে ত্রিপুরা রাজ্যে এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য