স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : অভিযোগ জানানোর পরেও তিন বছরে রাস্তা সংস্কার এবং পানীয় জলের সমস্যা সমাধানের জন্য হাত লাগায় নি প্রশাসন। প্রতিবাদে সোমবার পথ অবরোধে সামিল হলো আমজনতা। ঘটনা করবুক মহকুমা অন্তর্গত পোয়াংরাড়ী এ.ডি.সি ভিলেজের অন্তর্গত বিভিন্ন এলাকায়। করবুক মহকুমা অন্তর্গত পোয়াংরাড়ী এ.ডি.সি ভিলেজে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ও রাস্তা সমস্যায় ভুগছে মানুষ।
সোমবার আশারাম পাড়া মানুষ চেলাগাং থেকে আশারাম পাড়া ও যতন বাড়ি থেকে চেলাগাং যাবার রাস্তা অবরোধ করে। এলাকাবাসীর অভিযোগ, করবুক মহকুমা অন্তর্গত লাউ গান, পোয়াংবাড়ি, দক্ষিণ চেলাগাং, পোয়াংবাড়ি দক্ষিণ চেলাগাং, উত্তর চেলাগাং রাস্তা গুলো খুব খারাপ অবস্থায় পরিনত হয়ে আছে। চলাচলের অযোগ্য। সমস্যা গুলিকে লিখিত আকারে জমা দেন করবুক মহকুমা প্রশাসনের কাছে। কিন্তু তিন বছর অতিক্রান্ত হয়ে গেল সমস্যার সমাধান হয়নি। তাই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে, ঘটনা খবর পেয়ে চেলাগাং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অন্যদিকে ৫ ঘন্টা পর করবুক মহকুমা ডি.সি.এম অনুরাগ দেববর্মা ও ভিক্টর দেববর্মা ছুটে যায়। এলাকাবাসী জানায় আগামী মঙ্গলবার থেকে রাস্তা সংস্কারের কাজে হাত লাগানো হবে বলে তারা আশ্বাস পেয়েছেন। প্রশাসনের আশ্বাস অনুযায়ী যদি কাজে হাত না লাগানো হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলনে নামবে। এখন দেখার বিষয় প্রশাসন কতটা সক্রিয় হয়।