Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যআগরতলা রেল স্টেশন পুনর্বিকাশের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

আগরতলা রেল স্টেশন পুনর্বিকাশের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ফেব্রুয়ারি :  লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আরো এক বড় চমক যোগাযোগ ব্যবস্থা নিয়ে। আগরতলা রেল স্টেশন আগামী দিনে বিশ্বমানের স্টেশনের উন্নতি করার পরিকল্পনা নিয়েছে সরকার। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন ত্রিপুরারকে পাঁচ বছরের মধ্যে হীরা মডেল দেওয়া হবে।

এবার হীরা মডেলের উর্ধ্বে উঠে সোমবার এক ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা রেল স্টেশন পুনর্বিকাশের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এদিন দেশে ৫৫৪ টি বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। আগরতলা রেল স্টেশন পুনর্বিকাশ করার মূল উদ্দেশ্য হলো আর্থ সামাজিক কার্যকলাপ কেন্দ্র হিসেবে গড়ে তোলার। ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশনটি অমৃত ভারত স্টেশন স্কিমে আনুমানিক ৪৮ কোটি ব্যয়ে উন্নয়ন করা হবে। প্রধানমন্ত্রী শিলান্যাসের পর দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন রেল পরিষেবা উন্নত হবে ছাত্রছাত্রীদের লাভ হবে।

তাদের পড়াশোনার ক্ষেত্রে বড় সুবিধা হবে। যুবদের স্বপ্নের ভারত বাস্তবায়ন হবে। ভারতবাসী আজ ছোট স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে। বড় স্বপ্ন দেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছে বলে জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা বাধারঘাট স্টেশনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রকের মন্ত্রীকে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। পরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দশকের শাসনকালে রেল ব্যবস্থা সহ যোগাযোগ মাধ্যমের স্বরুপ বদলে যাচ্ছে।

ঐতিহ্য ও বিকাশের মেলবন্ধনেই তৈরি হচ্ছে বিকশিত ভারতের অমৃত ভারত রেলষ্টেশন। এর মধ্যে আজ ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী ৪১ হাজার কোটি টাকা ব্যয়ে রাজ্যের আগরতলা রেল স্টেশন সহ দেশের ৫৫৩ টি রেল স্টেশন ও ১৫০০ টি রোড ওভার ব্রিজ ও আন্ডারপাস পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। আয়োজিত এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার সহ রেল মন্ত্রকের আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য