স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ফেব্রুয়ারি : বিগত বছর গুলির মত ট্রেডিশন বজায় রাখল ২০২২ সালের টেট উত্তীর্ণরা। প্রতিদিন চলছে তাদের আন্দোলন ও জমায়েত। শিক্ষক সংকটে বাহানা খোঁজে সরকারের উদ্দেশ্যে তাদের দাবি সকলকে একসাথে নিয়োগ করার।
সোমবারও তারা ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জন ছাত্র-ছাত্রীকে দ্রুত এক সাথে শিক্ষক পদে নিয়োগের দাবিতে টিআরবিটি-র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে শিক্ষা ভবনে যায়। এইদিন টিআরবিটি-র চেয়ারম্যানের অনুপস্থিতিতে টিআরবিটি-র পরীক্ষা নিয়ন্ত্রক প্রত্যুষ রঞ্জন দেবের সাথে সাক্ষাৎ করে। টেটে উত্তীর্ণ এক গৃহবধূ জানান প্রত্যুষ রঞ্জন দেব জানিয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে। যতটা সম্ভব দ্রুত তাদের নিয়োগ করা হবে। তাই তারা আশাবাদী সহসাই তাদের শিক্ষক পদে চাকুরিতে নিয়োগ করা হবে।