স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : মৌমাছির কামড়ে আহত দশ থেকে বারো জন। এর মধ্যে চার জনের অবস্থা গুরুতর। বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন তারা। ঘটনাটি ঘটে রবিবার সাড়ে এগারোটা নাগাদ বিলোনীয়া থানাধীন সুকান্ত নগর গ্ৰাম পঞ্চায়েতের উত্তর বিলোনীয়া এলাকায়। এক ঝাঁকে মোমাছির আক্রমন শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে।
বৃদ্ধের চিৎকার করার পর এলাকার মানুষেরা ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের উপর আক্রমণ শুরু করে মৌমাছির দল। এই মৌমাছির আক্রমনের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিরা। এর মধ্যে এলাকার এক বাড়ির চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমনে। জানা যায়, এলাকার একটি গাছের মধ্যে মৌমাছির বাসা বেঁধেছিল। একটি পাখি এসে মোমাছির বাসার উপরে বসতেই এই বিপত্তি বাঁধে। তারপরেই মৌমাছিরা ঝাঁক বেঁধে আক্রমন শুরু করে এলাকাবাসীদের উপর।