স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : রাস্তার পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। মৃত ব্যক্তির নাম বিমল বৈষ্ণব। বয়স আনুমানিক ৫০ বছর। দমকল এক কর্মী জানান শনিবার রাতে তাদের কাছে খবর আসে তেলিয়ামুড়া গোলাবাড়ি রেল গেইটের পাশে আহত হয়ে এক ব্যক্তি পড়ে রয়েছে। সাথে সাথে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
প্রাথমিক অবস্থায় আহত ব্যক্তির পরিচয় জানা না যাওয়ায় পরিবারের লোকজনদের খবর দেওয়া সম্ভব হয়নি। অবশেষে রবিবার সকালে সেই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পরে। পরবর্তী সময় জানা যায় আহত ব্যক্তির নাম বিমল বৈষ্ণব। তার বাড়ি শিলচরে। এইদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পরে ময়না তদন্তের পর বিমল বৈষ্ণবের মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।