স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ ও বি.এস.এফ জওয়ানরা যৌথভাবে অভিযান চালিয়ে ২৫০ কেজি শুকনো গাঁজা সহ ৫ জন গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। রবিবার ভোরে যাত্রাপুর থানার পুলিশ ও বি.এস.এফ জওয়ানরা থানা এলাকার অন্তর্গত এডিসি ভিলেজের নাচনিয়া টিলার মাতামবাড়ী গ্রামের সুকান্ত পালের বাড়িতে অভিযান চালায়।
এই অভিযানে উদ্ধার হয় ২৫০ কেজি শুকনো গাঁজা সহ ৫ জন। ধৃতরা হল সুকান্ত পাল, বয়স ২৭ বছর, ভবতোষ সূত্রধর, বয়স ৫৫ বছর, আবুল কাশেম, বয়স ৪০ বছর, মিরজাহান মিয়া, বয়স ৩৪ বছর এবং জয়নাল আবেদিন, বয়স ৩৯ বছর। ধৃত ৫ জনের বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারায় মামলা নথিভুক্ত করে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করে যাত্রাপুর থানার পুলিশ।