স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ফেব্রুয়ারি। লেফুঙ্গা থানার অন্তর্গত বেরিমুরা কালী চরণ টিলা এলাকায় রহস্যজনক মৃতদেহ উদ্ধার দম্পতির। তাদের নাম বাবুল বৈরাগী ও স্ত্রী সন্ধ্যা বৈরাগী। অভাব অনটনের মধ্যদিয়ে তাদের সংসার চলছিল। তার উপর সন্ধ্যা বৈরাগী দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। বাবুল বৈরাগী ও সন্ধ্যা বৈরাগীর দুই ছেলে পৃথক পৃথক থাকে। এরই মধ্যে বাবুল বৈরাগী(৬০) ও সন্ধ্যা বৈরাগী(৫৫) শনিবার দুপুরে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। এলাকার লোকজন ঘটনা প্রত্যক্ষ করে লেফুঙ্গা থানার পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। খবর দেওয়া হয় মৃত বাবুল বৈরাগী ও সন্ধ্যা বৈরাগীর দুই ছেলেকে। তারাও ঘটনার খবর পেয়ে ছুটে আসে। বাবুল বৈরাগীর এক ছেলে জানান ওনার মা সন্ধ্যা বৈরাগী দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। এই নিয়ে সংসারে অশান্তি চলছিল। এইদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতির মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।