স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : সংগঠনকে মজবুত করতে প্রদেশ ভারতীয় জনতা পার্টির একটি রাজ্য ভিত্তিক কোর কমিটি ঘোষণা করা হয়েছে। কোর কমিটিতে রয়েছেন ১৬ জন নেতৃত্ব। শুক্রবার এই কোর কমিটিতে সীলমোহর দিয়েছেন দলের হাই কমান্ড।
এই কোর কমিটিতে রয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সংসদ রেবতি ত্রিপুরা, মন্ত্রী রতন লাল নাথ, প্রনজিৎ সিংহ রায়, প্রাক্তন প্রদেশ বিজেপি সভাপতি মনোজ কান্তি দেব রায় সহ অন্যান্য নেতৃত্ব।
পাশাপাশি তিনজনকে বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হয়েছে কোর কমিটিতে। তারা হলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রা, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এবং ত্রিপুরা রাজ্য প্রভারী মহেশ শর্মা। প্রদেশ বিজেপি দলীয় কার্যালয় সূত্রে খবর এই কমিটির সাথে লোকসভা নির্বাচনের কোন সম্পর্ক নেই। সংগঠনকে মজবুত করতে এই কমিটি করা হয়েছে। বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দলের নেতৃত্বদের। তারা আগামী দিন সংগঠন মজবুত করতে দায়িত্ব পালন করবেন।