স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : শ্রমজীবী নারীদের ১২ দফা দাবিতে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভে শামিল হয় সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। শুক্রবার সকালে আগরতলা শহরে সি আই টি ইউ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে তারা এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়। সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে অভিযোগ তুলেন, শ্রমজীবী মহিলাদের উপর কর্মস্থলে মানসিক নির্যাতন চলছে।
এবং সবচেয়ে বড় বিষয় হল গত বিধানসভা নির্বাচনের পর বহু অঙ্গনওয়াড়ি ও আশা কর্মী ছাঁটাই হয়েছে। সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তী সময় তাদের যোগদান করতে দেবে। কিন্তু যোগদান করতে দেয়নি সরকার। তাই ছাটাইকৃত কর্মীদের পুনর্বহাল করা, কর্মস্থলে নারী নির্যাতন বন্ধ করা ও মূল্যবৃদ্ধি হ্রাস করা সহ মোট ১২ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি সংঘটিত করা হচ্ছে। পাশাপাশি বেতন-বঞ্চনা, ছুটির বঞ্চনা সহ নানা অভিযোগ তুলে ধরে এদের বিক্ষোভ কর্মসূচি করা হয় বলে জানান মানিক দে। আরো বলেন, এই সরকার মানুষের কথা শুনতে চায় না। কিন্তু এই বারো দফা দাবি যদি অবিলম্বে সরকার গুরুত্ব না দেয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেন মানিক দে।