স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : আবারো কদমতলা থানা এলাকার এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল। জানা যায় কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা ২ নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল নাথের বাড়িতে বুধবার গভীর রাতে চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল।
গভীর রাতে চোরের দল ঘরের গ্রিলে থাকা তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা আলমারি ভেঙ্গে নগদ ৯ হাজার টাকা, দুইটি স্বর্ণের চেইন সহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। বাড়ির মালিক নির্মল নাথ জানান গভীর রাতে ওনার ঘুম ভাঙ্গার পর ঘরের লাইট জেলে তিনি দেখতে পান ঘরের সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরে থাকা আলমারি খোলা। তখন তিনি অনুমান করতে পারেন তার ঘরে চুরির ঘটনা সংগঠিত করেছে চোরের দল। সাথে সাথে তিনি কদমতলা থানার পুলিশকে খবর দেন। রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।