স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : রাজ্যে চলছে চুরির হিড়িক। পুলিশ প্রশাসনকে ঘুমে রেখে দিকে দিকে ঘুরছে চুরি। এর কুল কিনারা করতে পারছে না পুলিশ প্রশাসন। এরই মধ্যে কমলাসাগর কোনাবন রামকৃষ্ণ আশ্রমের এক মশলা কোম্পানিতে মঙ্গলবার রাতে চুরির ঘটনা সংগঠিত করলো নিশি কুটুম্বের দল।
মশলা কোম্পানি থেকে প্রচুর পরিমাণ মশলা, সি সি টি ভি -র মেশিন, কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। জানা যায় কোনাবন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে শ্রীমা ফুড প্রোডাক্ট নামে একটি মশলা কোম্পানি রয়েছে। এই মশলা কোম্পানি পরিচালন করতো রামকৃষ্ণ আশ্রম। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে মশলা কোম্পানির ঘরের তালা খুলতে গিয়ে আশ্রমে কর্মরত এক ব্যক্তি প্রত্যক্ষ করেন মশলা কোম্পানির ঘরের দরজা খোলা। সাথে সাথে তিনি আশ্রমের মহারাজ ও মশলা কোম্পানির দায়িত্বপ্রাপ্ত লোকদের ঘটনার বিষয়ে জানান। পরবর্তী সময় খবর দেওয়া হয় মধুপুর থানার পুলিশকে। মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।