স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : দক্ষিন মধুপুর নোয়াবাড়ি এলাকায় রাবার বাগান থেকে উদ্ধার দুইটি বাইক। রবিবার রাতে বাইক দুইটি উদ্ধার করে মধুপুর থানার পুলিশ। জানা যায় রবিবার রাতে মধুপুর থানার পুলিশের নিকট গোপন সংবাদ আসে দক্ষিন মধুপুর নোয়াবাড়ী এলাকার রাবার বাগানের গভীর জঙ্গলে দুইটি বাইক পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
সেই সংবাদের উপর ভিত্তি করে মধুপুর থানার ওসি বিভাষ রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ রাবার বাগানে অভিযান চালিয়ে গভীর জঙ্গল থেকে বাইক দুইটি উদ্ধার করে। পরে বাইক দুইটি মধুপুর থানায় নিয়ে আশা হয়। সোমবার উদ্ধার হওয়া বাইক দুইটিকে মধুপুর থানার পুলিশ বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে। মধুপুর থানার ওসি জানান রাবার বাগানের গভীর জঙ্গলে গাছের পাতা দিয়ে বাইক দুইটিকে ঢেকে রাখা হয়েছিল। দুটি বাইকের মধ্যে একটি বাইকের নম্বর প্লেট নেই। অপর বাইকটির নম্বর রয়েছে। সে বাইকের নম্বর টি আর ০১ ভি ৯৪৯৮। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।