-স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : রাস্তা প্রসস্থ করার জন্য শুক্রবার সোনামুড়া – উদয়পুর রাস্তা নিয়ে নেংটা দরগা থেকে লাল মিয়া চৌমহনি পর্যন্ত দখল করতে আসে প্রশাসনিক এক প্রতিনিধি দল। তখন এলাকাবাসী প্রশাসনকে বাধা দেয়। তারা জানায়, যাদের জমি রাস্তার নিতে এসেছিল তাদের ক্ষতিপূরণ দিয়ে রাস্তা নিতে হবে। কিন্তু প্রশাসন তাদের ক্ষতিপূরণ দিতে নারাজ বলে অভিযোগ। শেষ পর্যন্ত প্রশাসন জোর করে জমি দখল করার চেষ্টা করে।
এক পর্যায়ে প্রশাসন যখন রাস্তায় ফিতা দিয়ে ইন্দিরা নগর মুকুন্দ দাসের বাড়ির সামনে মাপতে যায় , তখন স্থানীয় কৃষকরা তাদেরকে বাধা দেয়। এর মধ্যে সি আর পি এফের এক জওয়ান কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এবং একজনকে মারধর করার জন্য এগিয়ে আসলে তখন স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে, তখন সি আর পি এফ পিছু হাঁটতে বাধ্য হয়।
পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠলে ঘটনাস্থল থেকে চলে যায় প্রশাসনিক দল। জমির মালিকদের বক্তব্য, ২০১৮ সালে প্রশাসনের কাছ থেকে জানা যায় সড়ক প্রশস্ত করার জন্য আরও দুই ফুট করে জমি নেওয়া হয় এলাকাবাসীর কাছ থেকে। সিদ্ধান্ত হয় যে পুরনো টাকা এবং নতুন অধিগ্রহণ করা জমির টাকা মিলিয়ে একসঙ্গে দেওয়া হবে। কিন্তু তাদের অভিযোগ আজ অব্দি সেই টাকার কানা করিও পায় নি। জমির মালিকরা ঐক্যবদ্ধভাবে আদালতের দ্বারস্থ হয়। কিন্তু আদালতের কোন প্রশ্নের জবাব দেয় নি নির্মাণকারী সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে।