-স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : ভারতবর্ষ হলো সংস্কৃতির দেশ। কোন এক সময় ভারতবর্ষের নালন্দা বিশ্ববিদ্যালয়, বল্লভ ভাই বিশ্ববিদ্যালয়, তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যান্য দেশ থেকে পড়াশোনার জন্য ছাত্র-ছাত্রীরা আসতো। কিন্তু আজকে ছাত্র-ছাত্রীদের যখন আমেরিকায় পড়তে পাঠানো হয় তখন তাদের মা-বাবারা অত্যন্ত গর্ববোধ করেন।
কিন্তু এগুলি আগে ছিল না ভারতবর্ষে। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে রাজা রামমোহন রায় লাইব্রেরীর ভিত্তি স্থাপন করেন মুখ্যমন্ত্রী। রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানেক সাহা বলেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশকে উচ্চমাত্রায় নিয়ে গেছেন। সুতরাং ভারতবর্ষকে দেখার জন্য যে নতুন করে আবারো সুযোগ তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, লাইব্রেরীগুলি উন্নয়ন করতে বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
আগামী দিনে ছাত্র-ছাত্রীদের যাতে লাইব্রেরী মুখী করা যায় সেদিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। লাইব্রেরীতে গেলে ছাত্রছাত্রীদের জ্ঞানের বিকাশ ঘটবে। বই পড়লে ছাত্র-ছাত্রীদের মধ্যে শুধু জ্ঞানের বিকাশ ঘটবে না, নিজেদের আবিষ্কার করার সুযোগ পাবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এবং রাজা রামমোহন রায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজা রামমোহন রায় ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ। তিনি কুসংস্কারের বিরুদ্ধে পরিশ্রম করে গেছেন। তিনি যে দিশা দেখিয়ে গেছেন সেই দিশায় এগিয়ে গেলে সমাজের বিকাশ সম্ভব। তাই রাজা রামমোহন রায়ের সম্পর্কে সকলকে জানতে হবে বলে ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণাদয় সাহা সহ অন্যান্য শিক্ষাবিদরা।