স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : অবশেষে উচ্চ আদালতের নির্দেশে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সহ তিনটি পদের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এইদিন সকাল থেকে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অফিসে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় ভোট গ্রহণ। ৩০ টি ভোটের মধ্যে বৈধ ভোট পড়ে ২৮ টি। এদিন ভোট নেওয়া হয় সভাপতি, কোষাধ্যক্ষ ও একটি কাউন্সিল মেম্বার পদের জন্য।
সভাপতি পদে লড়াই হয় অমিত রক্ষিত ও তপন লোধের মধ্যে। অপরদিকে কোষাধ্যক্ষ পদে জয়নাল দাস ও বাসুদেব চক্রবর্তী এবং কাউন্সিল মেম্বারের পদের জন্য তপন চৌধুরী ও সৌমিত্র গোপের মধ্যে লড়াই হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর এই দিনই ভোট গণনা করা হয়। ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হয়। এইদিন প্রত্যাশিত ভাবে সভাপতি পদে পুনঃরায় জয়ী হন তপন লোধ। তাছাড়া কোষাধ্যক্ষ ও কাউন্সিল মেম্বার হিসেবে জয়ী হয়েছেন বাসুদেব চক্রবর্তী ও সৌমিত্র গোপ। ভোটের ফলাফল ঘোষণার পর জয়ের আনন্দে টিসিএ অফিসের সামনে বাজি পোড়ানো হয়। টিসিএ-এর সভাপতি হিসাবে পুনঃরায় নির্বাচিত হওয়ার পর তপন লোধ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন টিসিএ-এর স্বার্থ রক্ষা করে সকলের মনে উন্নয়নের যে চিন্তা রয়েছে, তারই এইদিন জয় হয়েছে।
আগামিদিনে সকলকে নিয়ে তিনি ত্রিপুরার ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন। এই বছর রঞ্জি ট্রফিতে ছেলেদের পাশাপাশি মেয়েদের টিমও ভালো খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। এইদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টিসিএ-র সভাপতি সহ তিনটি পদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সচিব পদে সুব্রত দে, সহ-সচিব পদে জয়ন্ত দে ও সহ-সভাপতি পদে উপানন্দ দেববর্মা এবং লাইফ মেম্বার পদে অলক ঘোষ জয়লাভ করেছেন।