স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে নতুন দিল্লির প্রগতি ময়দানে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও সর্ব ভারতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।
সম্মেলনে রাজ্যের হয়ে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী, বিজেপির বিধায়করা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন অফিস বিয়ারার, জেলা, পঞ্চায়েত স্তরের বিভিন্ন পদাধিকারীক সহ বিভিন্ন কর্পোরেটররা। জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে চূড়ান্ত হতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির রূপরেখা। আর এই রূপরেখাকে মান্যতা দিয়েই রাজ্যে কাজ করবে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তারা।