Tuesday, January 14, 2025
বাড়িরাজ্য১৬ ফেব্রুয়ারি ধর্মঘট এবং গ্রামীণ ভারত বনধের ডাক দিল বামেরা

১৬ ফেব্রুয়ারি ধর্মঘট এবং গ্রামীণ ভারত বনধের ডাক দিল বামেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : বিজেপি নেতৃত্বাধীন সরকারের কর্পোরেট-পন্থী। তাদের জনবিরোধী নীতির আক্রমণের সবচেয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে শ্রমিকরা। তাই আগামী ১৬ ফেব্রুয়ারি ধর্মঘট এবং গ্রামীণ ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটকে সামনে রেখে বাজার সভা, পোস্টারিং, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি করে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। এতে বুঝা গেছে শুক্রবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি শ্রমিক ধর্মঘট এবং গ্রামীণ ভারত বনধের সাড়া মিলবে।

বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভা অফিসের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সংযুক্ত কৃষাণ মোর্চার নেতা পবিত্র কর। এই বনধের সমর্থনে গত কয়েক দিনে রাজ্যে এগিয়ে এসেছে নারী সংগঠন, কর্মচারী সংগঠন এবং পরিবহন শ্রমিকদের সংগঠন। পবিত্র কর আরো জানান, বনধের আওতার বাইরে থাকবে জরুরী পরিষেবা এবং বিভিন্ন স্কুলের পরীক্ষা। তিনি আশা ব্যক্ত করে বলে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ এলাকার মানুষও এই বনধে সামিল হবে। কারণ বিজেপি তার নীতির বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ সংগ্রামের উত্থান হলে তা রোধ করার জন্য সাধারণভাবে শ্রমিক, কৃষক এবং জনগণকে বিভক্ত করতে চায়। বিশেষ করে তাদের সম্প্রদায়িক ঘৃণা ও শত্রুতা তৈরি করতে চায়। তাই সরকারের নিতির বিরুদ্ধে শ্রমিক ও কৃষকদের তীব্র লড়াই শুরু হয়েছে দেশে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে ইতিমধ্য ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতা ভানু লাল সাহা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য