স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : বিজেপি এবং তিপরা মথার মধ্যে সম্পর্ক রয়েছে। তারা রাজনৈতিক নাটক করে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সড়ক ও রেল পথ অবরোধ করেছে। বৃহস্পতিবার ছাত্র-যুব ভবনের সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করেছেন টিএসইউ -র সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি ককবরক ভাষা রোমান হরফে লেখার দাবিতে দুটি সংগঠনের পক্ষ থেকে রাজ্যে ধর্মঘটের নাম করে নাটক মঞ্চ তৈরি হয়েছিল। এবং এর নাটকের সমর্থন করেছে রাজ্যের প্রধান বিরোধী দল তিপরা মথা।
কিন্তু সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপি সরকার এবং অপর একটি দলকে রাজনৈতিক ফায়দা দেওয়ার জন্য ককবরক ভাষা পরীক্ষায় রোমান হরফে লেখার সুযোগ বন্ধ করে দেয়। তারপর টিএসইউ প্রথম এ বিষয়ে আওয়াজ তুলে ডেপুটেশন প্রদান করেছেন। এর নিয়ম পরিবর্তন নিয়ে তারপর টিএসইউ -র পরে অন্যান্য দল ছাত্র সংগঠন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটেশন প্রদান করে। তারপর সেসব ছাত্র সংগঠনের সাথে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ফোনে কথা বলেছে। কিন্তু একবারের জন্য টি এস ইউ সাথে এ বিষয়ে কোন কথা বলেনি। তাই এটি রাজনৈতিক নাটক ছাড়া আর কিছু নয় বলে দাবি করছে টি এস ইউ। এবং এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি সরকারকে মাইলেজ দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক দল তিপরা মথা এ ধরনের ধর্মঘট এবং পথ অবরোধ করছে। রাজ্যবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে বিজেপি এবং তিপরা মাথার মধ্যে সম্পর্ক রয়েছে। পরবর্তী সময় আবার অর্কেস্ট্রার দ্বারা নৃত্য করে পথ অবরোধ তুলেছে বলে কটাক্ষ করলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।