স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : ধর্মান্তরিত হতে অস্বীকার করায় তামিলনাডুর মিশনারি স্কুল কর্তৃপক্ষের দ্বারা নির্যাতিতা হয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্রী এম লাবণ্যের আত্মহত্যার করেছে। সঠিক বিচার এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোমবার চেন্নাইয়ে প্রতিবাদ সমাবেশ চলাকালীন সময়ে তামিলনাডু পুলিশ দ্বারা গ্রেফতার হন এবিভিপি রাষ্ট্রীয় মহামন্ত্রী নিধি ত্রিপাঠী সহ অন্যান্য কার্যকর্তারা।
তামিলনাড়ু সরকারে এই স্কুল গুলিকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে। এর বিরোধিতা করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। লাবন্যর পরিবার যাতে ন্যয় বিচার পায় তার জন্য লড়াই চালিয়ে যাবে এবিভিপি। ভারতসরকারের দৃষ্টি আকর্ষণ করে তামিলনাড়ু সরকারের উপর চাপ সৃষ্টি করতে দেশব্যাপী আন্দোলন কর্মসূচী হাতে নিয়েছে এবিভিপি। তামিলনাড়ু সরকারের এধরনের ভূমিকার তীব্র নিন্দা জানায় এবিভিপি। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান এবিভিপি-র প্রদেশ সম্পাদক প্রীতম পাল। ছিলেন বিভাগ সংযোজিকা পার্বতী ভট্টাচার্য, আগরতলা সাংগঠনিক জেলার সংযোজিকা মৌসুমী কর সহ অন্যান্যরা।