Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যনিয়ন্ত্রণহীন গাড়ি দুর্ঘটনায় পড়ে আহত ৭

নিয়ন্ত্রণহীন গাড়ি দুর্ঘটনায় পড়ে আহত ৭

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : সোনামুড়া রবীন্দ্রনগর সড়কের রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকায় দুর্ঘটনায় পড়ল গাড়ি। ঘটনা বিবরণে জানা যায় দীর্ঘদিন যাবত সোনামুড়া সংহতি সেতুর পর থেকে শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজের স্লথ গতিতে হওয়ায় খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

 অন্যদিকে কতিপয় যান চালকদের তাড়াহুড়োয় প্রতিনিয়তই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এই সড়কে। ফলে ধুলোবালি সহ দুর্ঘটনার ভয়ে তটস্থ পড়শিরা। মঙ্গলবার বিকেলে রবীন্দ্রনগর থেকে সোনামুড়ার দিকে যাওয়ার পথে TR 07 C 1891 নম্বরের একটি গাড়ি অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায় গাড়িটি। এতে গাড়িতে থাকা সাত জন যাত্রী আহত হয়। ঘটনার প্রত্যক্ষ করে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। অপরদিকে কোন প্রকার সতর্কতা অবলম্বন ছাড়াই দেদার কাজ করে যাচ্ছে সড়ক নির্মাণকারী সংস্থা। আর যার ফলস্বরূপ এই দুর্ঘটনা। এলাকাবাসীর অভিমত সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করে যেন নির্মাণ কাজ করা হয়। যান চালকরাও যেন সাবধানতা অবলম্বন করেই গাড়ি চালায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য