স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত ট্রান্সপোর্টের দোকান ঘর। ঘটনা মঙ্গলবার সকালে রাজধানীর বাধারঘাট স্থিত কেশব সংঘ এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয়রা এদিন সকালে ট্রান্সপোর্টের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ট্রান্সপোর্ট অফিসের। এদিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অগ্নিকান্ডের ঘটনা নিয়ে ধন্ধে রয়েছে এলাকাবাসী। অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।