স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ফেব্রুয়ারি : রাজ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে দ্বিধাগ্রস্ত সিপিআইএম ও কংগ্রেস দল। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির দুইদিন ব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক।
সিপিআইএম রাজ্য দপ্তরে চলছে এই বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের রাজ্য কমিটির সকল সদস্য সদস্যা। বৈঠকের দ্বিতীয় দিনে রাজ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় বলে খবর। পাশাপাশি লোকসভা নির্বাচনে সিপিআইএম একক ভাবে লড়াই করলে দলের রনকৌশল কি হবে সেই বিষয় নিয়েও আলোচনা হয় বলে খবর।