স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : ১১ ফেব্রুয়ারি অল ত্রিপুরা গেস্ট লেকচারাস এসোসিয়েশন এবং এিপুরা নেট-স্লেট-পি.এইচ.ডি ফোরামের যৌথ উদ্যোগে এক দিনের কর্মশালা আয়োজন করা হয়েছে। বিবিএম কলেজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে এই কর্মশালা।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা নেট-স্লেট-পি.এইচ.ডি ফোরামের সাধারন সম্পাদক সুমন আলী। কর্মশালা চারটি ভাগ থাকবে। প্রথম ভাগে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ যুগেশ প্রতাপ সিং। সাথে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ অলক ভট্টাচার্য, এমবিবি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ নির্মল ভদ্র সহ অন্যান্যরা।