Sunday, September 8, 2024
বাড়িরাজ্য৪১৯ ভোটার তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান

৪১৯ ভোটার তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : টাকার জলা বিধানসভা এলাকায় তিপ্রা মথা দলের ভোট ব্যাঙ্কে বড়সড় থাবা বসাল শাসক দল বিজেপি। ১১১ পরিবারের ৪১৯ জন ভোটার তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করল। বৃহস্পতিবার ভারতীয় জনতা যুব মোর্চা টাকারজলা মন্ডলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়।

 এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারন সম্পাদক বিপিন দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক সুশান্ত দেব, এমডিসি সঞ্জিত রিয়াং সহ অন্যান্যরা। যোগদান সভায় নবাগতদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি সহ উপস্থিত অন্যান্য বিজেপি নেতৃত্বরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান দীর্ঘ দিন ধরে টাকার জলা বিধানসভা এলাকার জনজাতিরা বঞ্চিত হয়েছে। জনজাতিদের প্রকৃত উন্নয়নের মধ্যদিয়ে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। সেই লক্ষ্যকে সামনে রেখে জনজাতিদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে জনজাতিরা। বর্তমান রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়ন চায়। জনজাতি ছাত্র-ছাত্রীরা যেন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ালেখা করতে পারে তার প্রয়াস চালিয়ে যাচ্ছে বর্তমান বিজেপি সরকার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য