স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : রাজধানীর অরুন্ধতী নগর স্থিত ত্রিপুরা স্টেট রিসার্স কমপ্লেক্স পরিদর্শনে যান রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি কমপ্লেক্সের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি সয়েল টেস্টিং ল্যাবরেটরি সেন্টারটি ঘুরে দেখেন। মন্ত্রীর সঙ্গে এই দিন দপ্তরের সচিব অপূর্ব রায় এবং অধিকর্তা শরদিন্দু চৌধুরী সঙ্গে ছিলেন।
মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরা স্টেট রিসার্চ কমপ্লেক্সে ৩২ ধরনের ধানের গবেষণা করা হয়। এবং গবেষণায় দেখা হয় কোন ধরনের ধানের মধ্যে ত্রিপুরায় কীটপতঙ্গ আক্রমণ কম করবে এবং ফসল ভালো হবে। গবেষণায় লক্ষ্য করে গেছে ত্রিপুরা কালিকাসা ও হরিনারায়ণ ধানের ফসল ভালো উৎপাদন হবে। দেখা যাচ্ছে এগুলোর মধ্যে ত্রিপুরায় সবচেয়ে কম কীটপতঙ্গ আক্রমণ করবে। কৃষকদের দ্বারা এই ধান সবচেয়ে বেশি ভালো চাষ হবে। এর পাশাপাশি ৫ ধরনের শস্য গবেষণা করা হয়। ১ লক্ষ ৭৩ হাজার ৮৭৬ টি শস্য গত ছয় বছরে এই গবেষণা কেন্দ্রে গবেষণা হয়েছে। ধানের সিট টেস্টিং করা হয় এই গবেষণা কেন্দ্রে। এই গবেষণা কেন্দ্রে মোট ৩৪৪১ টি পরীক্ষা করা হয়। পাশাপাশি কোন ভেজাল সার যাতে ত্রিপুরা রাজ্যের আমদানি না হয় তার জন্য লক্ষ্য করা হয় এই গবেষণা কেন্দ্রের মাধ্যমে। মন্ত্রী আরো জানান, যেহেতু অর্গানিক ফসল রাজ্যে বাড়ছে তাই অর্গানিক টেস্টিং ল্যাব করার পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি অর্গানিক সোয়েল টেস্টিং এর ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী।