স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি : কোটি কোটি টাকা ব্যয় করে চলছে স্মার্ট সিটির কাজ। আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ডেও চলছে স্মার্ট সিটির অন্তর্ভুক্ত মাল্টি লেবেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি কাজ। এটি নির্মাণের দায়িত্বে রয়েছে এ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট ইন ডিজাইন বিল্ড ফিনান্স অপারেট এন্ড ট্রান্সফার মুড নামে একটি বেসরকারি ঠিকাদার সংস্থা।
বুধবার দুপুরে কাজের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ করতে শুরু করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ মাত্র ৪০ মিনিটের ব্যবধানে স্মার্ট সিটির কাজে ব্যবহৃত জয়েস বাঁকা হয়ে যায়। এবং বিকট শব্দে শ্রমিকরা দূরে সরে যায়। আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে তারা সহ স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। অভিযোগ নিম্নমানের কাজের কারণে এ ধরনের অনিয়ম সৃষ্টি হয়েছে। আগামী দিনে বড়সড়ো ঘটনা সংঘটিত হতে পারে এলাকায়। সংবাদমাধ্যমের কর্মীরা যখন ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছিল তখন তাদের বাধা দেওয়া হয়। সাংবাদিকদের ক্যামেরা না করার জন্য বলে ঠিকাদারির কাজে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। পরবর্তী সময় ছুটে আসে এই ঠিকাদারি কাজের দায়িত্বে থাকা এক কর্মী। তিনি জানান, জয়েজ বাঁকা হওয়ার ঘটনায় কাজে কোন ব্যাঘাত ঘটবে না। জয়েস গুলি কেন বাঁকা হয়েছে বিষয়টা দেখছে তারা। এই ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় পুরনো মোটরস্ট্যান্ড এলাকায়। স্থানীয়রা দাবি করে প্রশাসন যাতে বিষয়টি তদন্ত করে।